তালেবানের সুপ্রিম লিডার আফগানিস্তানেই আছে : মুজাহিদ

তালেবানের সুপ্রিম লিডার আফগানিস্তানেই আছে : মুজাহিদ

অনলাইন ডেস্ক

তালেবানদের সংগঠনের সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের ভেতরেই আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। গতকাল জবিউল্লাহ মুজাহিদ এ কথা জানান।

তিনি বলেন, তিনি কান্দাহারে অবস্থান করছেন। শুরু থেকেই তিনি সেখানে বসবাস করে আসছেন।

তালেবানের উপ-মুখপাত্র বিলাল কারিমি জানান,  শিগগির তিনি জনসমক্ষে আসবেন।

ঈমানদারদের কথিত এই কমান্ডার ২০১৬ সাল থেকে তালেবান পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু জনসম্মুখে তাকে খুব একটা দেখাও যায় না। তবে এ পর্যন্ত তালেবান তার একটি সিঙ্গেল ফটোগ্রাফ প্রকাশ করেছে, কখনো তাকে প্রকাশ্যে দেখা যায় নি এবং তিনি কোথায় থাকেন তাও জানা যায় না।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পরও তালেবানের এই সুপ্রিম লিডারের দেখা পাওয়া যায় নি।

সূত্র : পার্সটুডে

news24bd.tv/এমি-জান্নাত