সারাদেশে এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে ও কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়
তালেবানের সুপ্রিম লিডার আফগানিস্তানেই আছে : মুজাহিদ
বিয়ের পিঁড়িতে পুরোহিত ও বরকে সজোরে চড় : ভাইরাল ভিডিও
প্রতারণা এড়াতে তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ১০৯ জন হয়েছে। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি।
news24bd.tv/এমি-জান্নাত