মাদারীপুরের সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় দুই যুবককে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে মাসুদ মোল্লা ব্যক্তিগত কাজ শেষে সোমবার বিকেলে বাড়ি ফিরছিলেন।
এ ঘটনায় সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আল আমিন নামে এক যুববকে প্রধান আসামি করে মঙ্গলবার মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে আহত মাসুদ মোল্লা। আহত মাসুদ মোল্লা জানান, আমাদের দুইজনকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে আল আমিনসহ ১০/১২জন। আমার কোনো অপরাধ নেই। ওদের সাথে কোনো
দ্বন্দ্বও নেই। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি
news24bd.tv তৌহিদ