ছোট পর্দায় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। বেশিরভাগ সময়ই তাকে প্রেমিকার চরিত্রে দেখা যায়। তবে বাস্তবে কারো সঙ্গে তার নাম জড়াতে শোনা যায়নি। বলা যায়, ক্যারিয়ারের শুরু থেকেই সিঙ্গেল আছেন তিনি।
প্রেম নিয়ে আলাপকালে গণমাধ্যমকে সাফা কবির জানান, আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই। আমি এখনো সিঙ্গেল আছি। প্রেম করছি না।
সাফা আরও জানান, প্রেম, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। ভাগ্যে যেটা লেখা আছে, সেটাই হবে। আমার বিয়ে প্রেম করেও হতে পারে আবার পরিবার থেকেও ছেলে পছন্দ করে হতে পারে। বিয়ে নিয়ে আমি দুইটাতেই বিশ্বাসী।