রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে থোয়াই অং প্রুগ্রী মারমা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার দুর্গম ওয়াগ্যা ইউনিয়নের কুকিমারা এলাকায় এ ঘটনা ঘটে। প্রুগ্রী মারমা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় লোকজন জানান, বিকেলে প্রুগ্রী মারমা কৃষিকাজ শেষে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
আরও পড়ুন:
জিয়ার লাশ চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়েছিল কে?
সীতাকুণ্ডের ৩ হাজার পরিবারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উপহার
এবার কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা
সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার হবে জনতার আদালতে: ফখরুল
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv নাজিম