পিএসজির জার্সি গায়ে মাঠে নামলেন লিওনেল মেসি

অনলাইন ডেস্ক

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজির জার্সি গায়ে মাঠে নামলেন লিওনেল মেসি। তার অভিষেকের দিনে এমবাপ্পের জোড়া গোলে লিগ ওয়ানের ম্যাচে রাসকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। শুরুর একাদশে না থাকলেও, ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি।  

লিগ ওয়ানে নিজেদের চতুর্থ ম্যাচে রাতে রাঁসের আতিথ্য নিয়েছিলো ফরাসি জায়ান্ট পিএসজি।

ম্যাচের শুরু থেকেই দর্শকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়েছিলেনে মেসি। তবে, শুরুর একাদশে যায়গা হয়নি তার। ছিলেনে বেঞ্চে। ম্যাচের শুরুতে কিছুটা  বল দখলে রেখে আক্রমন শানে রাঁস।
তবে, মাঠের নিয়ন্ত্রন নিজেদের দখলে নিতে বেশি সময় লাগেনি পিএসজির।

দশম মিনিটে প্রথম আক্রমণ শানায় পিএসজি। প্রথম আক্রমনে নিয়ন্ত্রণে নিলেও পাশের জালে মারেন এমবাপে। ছয় মিনিট পর তার নৈপুণ্যেই এগিয়ে যায় প্যারিসের জায়ান্টরা। । ডান দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা।

প্রথমার্ধের বাকি সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রাখলেও রাঁসের জালে বল জড়াতে পারেনি পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজির জালে বল পাঠায় রাঁস। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৬৩ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডান দিক থেকে আক্রমণে ওঠা আশরাফ হাকিমি কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান, ছুটে গিয়ে অনায়াসে টোকায় বাকি কাজ সারেন বিশ্বকাপ জয়ী তারকা।

৬৬ মিনিটে নেইমারকে বসিয়ে মেসিকে মাঠে নামান কোচ পচেটিনো। এ সময় প্রিয়ো তারকাকে প্রথমবারের মত প্রিয়ো দলের জার্সি গায়ে মাঠে দেখে উল্লাসে ভাসে পুরো গ্যালারি।

আরও পড়ুন:


জিয়ার লাশ চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়েছিল কে?

সীতাকুণ্ডের ৩ হাজার পরিবারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উপহার

এবার কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা


বাকি সময় বল দখলে রাখলেও তেমন কোন নিশ্চিত সুযোগ তৈরী করতে পারেনি পচেটিনো শিষ্যরা। ফলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ফলে, আসরে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই পিএসজি।

news24bd.tv/আলী