ফরাসি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে যেন মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। চুক্তির মূল্য বাড়িয়ে পিএসজিকে তৃতীয় দফা প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আর এবারের অফার ২০০ মিলিয়ন ইউরো বলে গুঞ্জন উঠেছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাব ছিলো ১৬০ মিলিয়ন ইউরো, পরে তা বাড়িয়ে ১৮০ মিলিয়ন ইউরো করলেও এমবাপ্পেকে এখনই ছাড়তে রাজি নয় ফরাসি ক্লাব পিএসজি।
আরও পড়ুন:
মডার্নার আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল করেছে জাপান
ঘূর্ণিঝড় আইডার আঘাতে ১০ লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
সাফিয়াত সোবহান সানবীর: উন্নততর ব্যবসা পদ্ধতিতে বিশ্বকে বদলে দেয়া এক নায়ক
সোশ্যাল মিডিয়া এক নতুন মাদক, স্মার্টফোন যার ডিলার!
তবে পিএসজির সাথে এবছরেই চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের। তাকে রিয়ালের কাছে বিক্রি না করলে তিনি চুক্তি নবায়ন না করে ফ্রি ট্রান্সফারেই রিয়ালে যোগ দেবেন, এমন ঘোষণার পরও তাকে ছাড়তে চাইছে না পিএসজি!
এদিকে মঙ্গলবার (৩১ আগস্ট) শেষ হচ্ছে এবারের দলবদলের সময়।
news24bd.tv/ নকিব