আজ বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

আজ বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

রংপুর,ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপ ভারতের স্থলভাগে উঠে গেছে।

বাংলাদেশে এর প্রভাব নেই। মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পাঁচ বিভাগে বেশি ও তিন বিভাগে কম বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

আরও পড়ুন


যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়

অভিষেকে জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসি

প্রতারণা এড়াতে তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম

মাত্র 'এক' টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলেন আরেফিন শুভ

এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক