বিজয় উৎসব পালন করছে আফগান তালেবান

বিজয় উৎসব পালন করছে আফগান তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন করছে তালেবানরা। গত রাতে মার্কিন সেনাদের নিয়ে আমেরিকার সর্বশেষ ফ্লাইট উড্ডয়নের পর শূন্যে গুলি ছুঁড়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে তালেবান।

২০০১ সালে তালেবান উৎখাতের নামে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় মার্কিন সেনারা। এর ২০ বছর পর সেই আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা।

আফগানিস্তান থেকে সর্বশেষ ফ্লাইট ওড়ার পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সেনা প্রত্যাহার শেষ হওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন


চাকরির সুযোগ দিচ্ছে মেট্রোরেল, আবেদন করবেন যেভাবে

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী

গিটার বাজিয়ে মেয়েকে নিয়ে গান গাইলেন নায়ক নাঈম (ভিডিও)


মার্কিন সেনা প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করে তালেবান একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে। তালেবান বলছে, আফগানিস্তান এখন পূর্ণ স্বাধীনতা লাভ করল।

মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এবং তার সংগঠনের বেশকিছু যোদ্ধা কাবুল বিমানবন্দরে প্রবেশ করেন।

সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর