অন্যের প্রতি অযথা খারাপ ধারণা পোষণ: ইসলাম কী বলে

অন্যের প্রতি অযথা খারাপ ধারণা পোষণ: ইসলাম কী বলে

Other

ইসলামে মানুষের প্রতি অযথা যেকোনো ধরনের খারাপ ধারণা করার কোন সুযোগ নেই। সুন্দর এবং উন্নত সমাজ নির্মাণের জন্য ইসলাম সবসময় মানুষের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করতে উৎসাহিত করেছে।  

প্রমাণ ছাড়া কোন মুসলমানের প্রতি নেতিবাচক ধারণা বা অহেতুক খারাপ ধারণা পোষণ করা বিলকুল হারাম। ইসলাম ধর্মে ধারণার বশবর্তী হয়ে কাজ করা নিষেধ।

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা অন্যের ব্যাপারে বেশি বেশি আন্দাজ-অনুমান করা থেকে বিরত থাকো। কেননা কোন কোন আন্দাজ-অনুমান গোনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না। কারও অনুপস্থিতিতে পরনিন্দা করো না।

’ (সুরা হুজরাত : আয়াত ১২)।  

অহেতুক অন্যের প্রতি নেতিবাচক ধারণা পোষণের কারণে একে অন্যের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। ফলে ব্যক্তিগত  ও সামাজিক ঐক্য এবং সাম্য ও সম্প্রীতি নষ্ট হয়। আর অহেতুক নেতিবাচক ধারণা থেকেই মিথ্যার সৃষ্টি হয়।


আরও পড়ুন

চাকরির সুযোগ দিচ্ছে মেট্রোরেল, আবেদন করবেন যেভাবে

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী

গিটার বাজিয়ে মেয়েকে নিয়ে গান গাইলেন নায়ক নাঈম (ভিডিও)


কিন্তু আমারা কি আন্দাজ-অনুমানের ওপর নির্ভর করেই আমাদের যাবতীয় ধ্যান-ধারণা গড়ে তুলছি? না কি যথাযথ অনুসন্ধান আমদের আছে? আমরা কি আদৌ এর তোয়াক্কা করি?

news24bd.tv/এমি-জান্নাত