আফগানিস্তান থেকে দেশে ফিরছেন বাংলাদেশি নাগরিকরা

আফগানিস্তান থেকে দেশে ফিরছেন বাংলাদেশি নাগরিকরা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে তালেবানরা ক্ষমতা আসায় দেশটির ভেতরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে বিদেশি নাগরিকরা। আর তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশের নাগরিকরা আফগানিস্তান থেকে দেশে ফিরছেন।

দেশটির রাজধানী কাবুল থেকে বাংলাদেশি ছয় প্রকৌশলী কাতার হয়ে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দরে আসবে। এখন কাতার এয়ারপোর্টে অবস্থান করছেন ছয় প্রকৌশলী।

এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই হয়ে আজ রাত সাড়ে ১১টার দিকেই ঢাকায় ফিরবেন তারা।

প্রকৌশলীরা হলেন— রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। তারা সবাই আফগান ওয়্যারলেসে কর্মরত ছিলেন।


আরও পড়ুন

লন্ডনে তালেবানবিরোধী বিক্ষোভ চলছেই

চাকরির সুযোগ দিচ্ছে মেট্রোরেল, আবেদন করবেন যেভাবে

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী


গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ২০ জনকে দেশে ফেরানো হচ্ছে।

গত শনিবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। খুব দ্রুত তারা একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আসবেন।

news24bd.tv/এমি-জান্নাত