৩০টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আত্মগোপন : পুলিশের জালে ধরা দুই ভাই

৩০টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আত্মগোপন : পুলিশের জালে ধরা দুই ভাই

অনলাইন ডেস্ক

দুই ভাই মানসুর রহমান (৩২) ও মাসুদুর রহমান (৩৭) ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণের নামে মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিল। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আদালত ৩০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ১৮টি সাজা পরোয়ানা। দীর্ঘদিন তারা আত্মগোপনে ১৮টি সাজা পরোয়ানাসহ ৩০টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অবশেষে পুলিশের কাছে গ্রেপ্তার হলেন।

সোমবার ( ৩০ আগস্ট) মধ্যরাতে রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর। গ্রেপ্তারকৃত মানসুর রহমান ও মাসুদুর রহমান সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী গ্রামের মাহমুদুল হাসান মাদানীর ছেলে।

আরও পড়ুন:


৪ মাস পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ

রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত


 

অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান,গ্রেপ্তারকৃত মানসুরের নামে ১০টি সাজা পরোয়ানায় ৯ বছর ৬ মাস কারাদণ্ড ও ১ কোটি ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং মাসুদুর রহমানের বিরুদ্ধে ৮টি সাজা পরোয়ানায় ৬ বছর কারাদণ্ড ও ১ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড রয়েছে।

news24bd.tv/আলী