হাসপাতালগুলোতে কমছে রোগির চাপ, স্বাভাবিক হয়ে আসছে সাধারণ চিকিৎসা

Other

করোনা সংক্রমণের হার কমে আসছে। কমেছে মৃত্যু হারও। রোগী কম হওয়ায় হাসপাতালের করোনা বিশেষায়িত শয্যার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে হাসপাতালগুলোতে।   

দেড় মাস আগেই রাজশাহীসহ সীমান্ত এলাকাগুলোতে তা-ব চালিয়েছে করোনা।

সংক্রমণ ও মৃত্যু যেনো রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় নেমেছিল। কিন্তু আগস্টের শেষদিকে এসে কমতে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  সংক্রমণ ও মৃত্যু কমে আসায় করোনা রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ডগুলোকে ফিরিয়ে নেয়া হচ্ছে সাধারণ রোগীদের জন্য।

একই চিত্র সীমান্তবর্তী আরেক জেলা যশোরেও ।

যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কমেছে আগের চেযে কয়েক গুন । এ কারণে   হাসপাতালে সাধারণ রোগির সংখ্যাও বেড়েছে । বর্তমানে এ হাসপাতালে সাধারণ ওযার্ডে রোগী ভর্তি আছে ৩৮৭ জন রোগি।

কোভিড ডেডিকেটেড ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও এর উপসর্গের রোগী কমছে। তবে বেড়েছে নন কোভিড রোগীর সংখ্যা। একমাস আগেও এই হাসপাতালে কোভিড রোগী ছিলো প্রায় ২৫০ জন। সেসময় এখানে সাধারণ রোগী ছিলো ৫০ জনের মতো। বর্তমানে এ হাসপাতালে  সাধারণ রোগী রয়েছে ১৫০ জন।

news24bd.tv/আলী