শোক দিবসের দোয়া ও মিলাদ মাহফিলের খাবার নিয়ে চেয়ার ছোড়াছুড়ি

শোক দিবসের দোয়া ও মিলাদ মাহফিলের খাবার নিয়ে চেয়ার ছোড়াছুড়ি

অনলাইন ডেস্ক

কৃষক লীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে খাবার বিতরণের সময় মারামারি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি করায় বিতরণকারীরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে শোক সভা শেষে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে। তবে কয়েক দফায় হাতাহাতি ও মারামারি হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:


৪ মাস পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ

রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত


 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটি। অতিথি, আমন্ত্রিত অতিথিসহ প্রধান অতিথির বক্তব্য শেষে সকলের মাঝে খাবার বিতরণ শুরু হয়। এ সময় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খাবার না পেয়ে বিতরণকারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিতরণকারীরা নেতাকর্মীদের লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকেন।

এ সময় নেতাকর্মীসহ আমন্ত্রিত লোকজন ছোটাছুটি করতে থাকেন এবং তাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

news24bd.tv/আলী