২০ বছরে যুক্তরাষ্ট্রের উপহার লাশ আর ধ্বংস: ইরান

২০ বছরে যুক্তরাষ্ট্রের উপহার লাশ আর ধ্বংস: ইরান

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন দখলদারিত্ব আফগানিস্তানকে লাশ ও ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি।

তিনি আজ (মঙ্গলবার) এক টুইটে এ মন্তব্য করেছেন।

আজ ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটার পর তিনি এই মন্তব্য করলেন।

খাতিবজাদে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে আফগানিস্তানকে দখলে রেখেছিল।

তারা এই সময়ে মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি।

তিনি আরও বলেন, এখন আফগান নেতাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তারা চাইলে সহিংসতার অবসান ঘটানোর পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের মাধ্যমে সেদেশের জনগণের দুঃখ-কষ্টের অবসান ঘটাতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, আফগানিস্তানের ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ইরান সব সময় তাদের পাশে থাকবে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি। কারণ সরকারগুলো অতীতের মত আসবে ও যাবে কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে।

আরও পড়ুন:


৪ মাস পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ

রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর