ভ্যাকসিন পেতে ভোগান্তি কমেনি সাধারণ মানুষের (ভিডিও)

Other

ভ্যাকসিন পেতে হাজারো মানুষের ভিড় এখনো। সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমেনি সাধারণ মানুষের। কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন, এসএমএস না পেয়েই কেন্দ্রে আসায় সৃষ্টি হচ্ছে জটলা। ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও।

তবে রেজিস্ট্রেশনের তুলনায় ভ্যাকসিন প্রয়োগ করতে না পারার দায়ও এড়ানো যাচ্ছে না।  

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সময় দুপুর ১টা। এই দীর্ঘ লাইন বলে দিচ্ছে ভেতরে ভ্যাকসিন কার্যক্রম।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় নিজেদের ভোগান্তির কথা জানায় সাধারণ মানুষ।

ঢাকার বেশির ভাগ কেন্দ্রের অবস্থা এমনই। বড় কেন্দ্রগুলোর টিকার অপক্ষেমান তালিকা যেন আর শেষ হচ্ছে না।

সারা দেশে ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জনের নিবন্ধনের বিপরীতে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ ১ কোটি ৮২ লাখের বেশি। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ লাখের উপরে। কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন তাদের চ্যালেঞ্জ মোকাবিলার কথা।

প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে জনবল সংকটে আটকে আছে সিংহভাগ হাসপাতালের দ্রুত সময়ে টিকা প্রয়োগ প্রক্রিয়া।

news24bd.tv/এমি-জান্নাত