চলতি দলবদলের বাজারে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়া হচ্ছে না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের। ফলে অন্তত আরো এক বছর লিগ ওয়ানেই দেখা যাবে তাকে।
কয়েক দফায় দাম বাড়িয়েও শেষ পর্যন্ত পিএসজির মন জয় করতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোল ডট কম তাদের প্রতিবেদনে জানিয়েছে, এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরোর দাবি করেছিলো পিএসজি।
রিয়াল মাদ্রিদ সবশেষ ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ছিলো। ফলে অনেক ইচ্ছে থাকার পরেও রিয়ালে যেতে পারছেন না এমবাপ্পে। এই মৌসুমে পিএসজি এমবাপ্পে না ছাড়লে পরের মৌসুমে ফ্রী এজেন্ট হিসেবেই রিয়ালে যোগ দেয়ার সুযোগ থাকবে এমবাপ্পের সামনে। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার।
news24bd.tv/আলী