অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ, ইসলাম কী বলে?

অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ, ইসলাম কী বলে?

অনলাইন ডেস্ক

ইসলামে মানুষের প্রতি অযথা যে কোনো ধরনের খারাপ ধারণা করার কোন সুযোগ নেই। এটা সম্পূর্ণ হারাম। অন্যের প্রতি সুধারণা করা ও নিজে খারাপ ধারণা থেকে বেঁচে থাকা- মুমিনের কর্তব্য। এমনকি সমাজে কারও ব্যাপারে খারাপ ধারণা ছড়িয়ে পড়লেও তার প্রতি যথাসম্ভব ভালো ধারণা পোষণ করতে হবে।

 

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা অন্যের ব্যাপারে বেশি বেশি আন্দাজ-অনুমান করা থেকে বিরত থাকো। কেননা কোন কোন আন্দাজ-অনুমান গোনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না। কারও অনুপস্থিতিতে পরনিন্দা করো না।

’ (সুরা হুজরাত : আয়াত ১২)।  

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও ইরশাদ করেন, ‘যখন তারা এটা শুনল, তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করল না এবং বলল না, এটা তো নির্জলা অপবাদ। ’ (সুরা নুর, আয়াত : ১২)

news24bd.tv নাজিম