সাতক্ষীরা সীমান্ত থেকে ১০টি সোনারবারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০টি সোনারবারসহ চোরাকারবারি আটক

Other

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ ভরি ওজনের ১০পিচ স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৫০) নামে এক সোনা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।  

মঙ্গলবার গভীর রাতে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থান থেকে অভিযান চালিযে বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। আটক মনিরুল ইসলাম জেলার ঘরচালা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।  

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়ানের অপস অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে পোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বজ্রবাক্স নামক স্থানে অভিযান চালায়।

এ সময় মনিরুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।  

এ সময় তার শরীরের প্যান্টের কোমরে বিশেষ ব্যবস্থাপনায় সেলাই করা অবস্থায় একটি প্যাকেটে থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলি গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ভরির পরিমানে ওজন ১০০ ভরি। যা বিজিবির হিসাবে বাজার মূল্য প্রায় ৭৩ লক্ষ টাকা।

আটককৃত আসামিকে কলারোয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

আরও পড়ুন:


খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে নারী পাচার

ট্রাক ছিনতাই চক্রের মূলহোতা গ্রেপ্তার

আ. লীগের অপরাজনীতি বন্ধ করতে হবে: দুলু


NEWS24.TV / কামরুল