মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকে চার ডাকাত। পালাক্রমে ধর্ষণ করে তাকে। ধর্ষণ শেষে তাকে মারধর করে ডাকাতরা। পরে গলার চেইন, কানের দুল ও দুটি স্বর্ণের আংটি নিয়ে যায়।
সোমবার (৩০ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঘটে এ ঘটনা।
লক্ষ্মীপুরের এ ঘটনায় মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
রাতেই দুজনকে গ্রেপ্তার করে বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, দল বেঁধে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
খিলগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
স্পিন ছোবলে ৯ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের
দাফনের ৮১ দিন পর কবর থেকে তোলা হলো লাশ
news24bd.tv তৌহিদ