খুলে দেয়া হয়েছে সুন্দরবন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

অনলাইন ডেস্ক

দেশে করোনার পরিস্থিতির উন্নতির কারনে টানা সাড়ে চার মাস বন্ধ থাকার আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন।

করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দেশী-বিদেশী ইকো ট্যুরিষ্টরা সুন্দরবনের ট্যুরিষ্ট স্পর্ট করমজল, কটকা, কচিখালী, হরবাড়িয়া, হিরণ পয়েন্ট, জামতলা, টাইগার পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চলের যেতে পারবেন। তবে, প্রতিটি ট্যুরিষ্ট লঞ্চে সর্বোচ্চ ৭৫ জন যাত্রী বহন করার পাশাপশি ৩ জন গাইড রাখতে হবে।


আরও পড়ুন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা

মা’রিব প্রদেশ পুনরুদ্ধারের খুব কাছাকাছি হুথিরা

স্বামী হারালেন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ফেরদৌসী কাদরী


তবে, একবারে এক-একজন ট্যুর গাইড ২৫জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে।

ট্যুর অপারেটরা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোন ধরনের শুনানি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে সব রকম প্রস্তুতি শেষ করেছে সুন্দরবন বিভাগ।

news24bd.tv/এমি-জান্নাত