হাতিরঝিলে বিস্ফোরিত সেপটিক ট্যাংকে বসেছিলেন দগ্ধ ৩ তরুণ

হাতিরঝিলে বিস্ফোরিত সেপটিক ট্যাংকে বসেছিলেন দগ্ধ ৩ তরুণ

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সিয়াম (১৮), আল কাবিদ (২২) ও ফরহাদ আকাশ (২১) নামে তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

তিনি  বলেন, আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘বিকেলে তিন বন্ধু হাতিরঝিলে ঘুরতে আসেন।

সেখানে মহানগর ব্রিজের পাশে সেপটিক ট্যাংকে বসেছিলেন। এসময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে দগ্ধ হন তারা। এরপর আমরা দ্রুত তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। ’

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাদের শরীরের পাঁচ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন: 


ডাকাতির পর প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করল ৪ ডাকাত

খিলগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

স্পিন ছোবলে ৯ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের

দাফনের ৮১ দিন পর কবর থেকে তোলা হলো লাশ


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর