পবিত্র কোরআন নিয়ে টিকটক : ৩ জনকে গণধোলাই

পবিত্র কোরআন নিয়ে টিকটক : ৩ জনকে গণধোলাই

অনলাইন ডেস্ক

পবিত্র কোরআন নিয়ে টিকটক ভিডিও বানানোর সময় ৩ যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে- নরসিংদী জেলার মনোহরদীর মজিদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (২৩), মেহেরপুরের গাংনীর নয়াপাড়া এলাকার বশির আলী ওরফে বিশালের ছেলে মো. সোহেল (১৩) ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের রাহেদুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১৩)।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি নুরানি কোরআন শরীফ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বন্দর থানার পুলিশ এসআই  শাহআলম জানান, মঙ্গলবার বিকালে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের সামনে গ্রেফতারকৃতরা নদীতে পবিত্র কোরআন শরীফ ছুড়ে ফেলে অ্যান্ড্রয়েড মোবাইলে টিকটক ভিডিও তৈরি করছিল।  

এ সময় স্থানীয়রা আবু সুফিয়ান, সোহেল ও রিয়াদকে পবিত্র কোরআন শরীফসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

news24bd.tv/আলী