সারাদেশে ৫৯৯টি নগদ সেবা পয়েন্ট চালু

সারাদেশে ৫৯৯টি নগদ সেবা পয়েন্ট চালু

Other

তৃণমূলের গ্রাহকদের সমস্যা সমাধানে সারাদেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মোট ৫৯৯টি নগদ সেবা পয়েন্ট চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা ব্যবহারের ক্ষেত্রে নিজেদের গ্রাহকদের সকল সমস্যার সমাধান দেবে এসব নগদ সেবা পয়েন্ট।

চলতি বছর মার্চ মাসে ৩০টি পোস্ট অফিসের ই-সেন্টারে নগদসেবা পয়েন্ট স্থাপন করার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়। সেবার এই নতুন দিগন্ত উম্মোচিত হওয়ায় পিন ভুলে যাওয়া, পিন বদল করতে না পারাসহ প্রয়োজনীয় সকল সার্ভিস গ্রাহক এখন সেবা পয়েন্ট থেকেই মেটাতে পারবেন।

news24bd.tv/এমি-জান্নাত