আদালতে আসামিদের প্রক্সি দিতে এসে এখন নিজেরাই আসামি

আদালতে আসামিদের প্রক্সি দিতে এসে এখন নিজেরাই আসামি

Other

একটি মামলার জামিন শুনানিতে আদালতে পলাতক মূল আসামিদের বদলে হাজিরা দিতে গিয়ে ধরা পড়েছেন পাঁচ ব্যক্তি।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা।

রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইলের সোহেল মিয়া (৩০), ময়মনসিংহের নান্দাইলের মো. ওয়ালিউল্লাহ (২৬), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩০) ও নুরুল্লাহ (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, আদালতের ৫ম তলায় যথারীতি বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এদিন তিনি নান্দাইলের একটি মারামারির মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানি করছিলেন। তবে শুনানিতে পলাতক পাঁচ আসামি হাজির না হয়ে তাদের বদলে অন্য পাঁচজন এজলাসে হাজির হয়ে জামিন আবেদন করেন।

এসময় মামলার শুনানির সময় আসামির নাম ডাকা হলে একসাথে একাধিক ব্যক্তি হাত তুলেন। পরে আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা উল্টাপাল্টা উত্তর দিতে থাকে ও পরিচয়পত্র দেখা বললে সেটিও দেখাতে তারা ব্যর্থ হন। এতে বিচারকের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়া হয়।

ওসি আরও বলেন, পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন ও তাদের আসল পরিচয় দেন।   পরে তাদের আটক করে থানায় এনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

দায়ের মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

আরও পড়ুন: 


ডাকাতির পর প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করল ৪ ডাকাত

খিলগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

স্পিন ছোবলে ৯ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের

দাফনের ৮১ দিন পর কবর থেকে তোলা হলো লাশ


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর