গণ আন্দোলনে ভেসে যাবে সকল অন্যায়-অবিচার
নিউইয়র্কে জয়নুল আবেদীন ফারুক

গণ আন্দোলনে ভেসে যাবে সকল অন্যায়-অবিচার

অনলাইন ডেস্ক

অন্যায়-অবিচার চালিয়ে কখনোই কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাংলাদেশেও সেটি আর সম্ভব হবে না। গণ আন্দোলনে ভেসে যাবে সকল অন্যায়-অবিচার। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন  খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ৩১ আগস্ট মঙ্গলবার বড় ধরনের একটি র‌্যালি অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র ব্যানারে। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক উল্লেখ করেন, ক্ষমতাসীন সরকারের পায়ের নীচে মাটি নেই, তাই তারা মরন কামড় দিয়েছে। কিন্তু শত চেষ্টা করেও অপশাসনে অতীষ্ঠ জনগণকে ঠেকিয়ে রাখতে পারবে না।

আর এভাবেই শান্তিপূর্ণ আন্দোলনে গণতন্ত্রের মুক্তি ঘটবে বাংলাদেশে।  

আয়োজক সংগঠনের সদস্য সচিব মিল্টন ভ’ইয়ার সঞ্চালনায় র‌্যালিতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জসীম ভ’ইয়া, জসীমউদ্দিন ভিপি, মাকসুদ এইচ চৌধুরী, বিএনপি নেতা এম এ সবুর, মোশারফ হোসেন সবুজ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, বাসিত রহমান, জাফর তালুকদার, আহবাব চৌধুরী, মিজানুর রহমান, হুমায়ূন কবীর, সাদী মিন্টু, মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন সবুজ, জাতীয়তাবাদী ফোরামের নেতা নাসিম আহমেদ প্রমুখ।

news24bd.tv/আলী