স্কুল খুলে দিতে শিশুদের টিকা দেয়ার বিষয়ে শিঘ্রই সিদ্ধান্ত হবে : স্বাস্থ্য অধিদপ্তর

Other

স্কুল খুলে দিতে শিশুদের টিকা দেয়ার বিষয়ে শিঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজ থেকে এবার জনসন এ্যান্ড জনসন সহ সব ধরনের টিকা নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে শিঘ্রই চাহিদাপত্র দিবে স্বাস্থ্য অধিদপ্তর।  

করোনা প্রতিরোধে শিশুদের টিকা দেয়া যাবে কি না এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

তবে এ পর্যন্ত বিশ্বের যতগুলো দেশ শিশুদের টিকা প্রয়োগ করেছে তা সে দেশের নিজস্ব সিদ্ধান্তে।

দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকায়, শিশুদের টিকা দেয়ার বিষয়ে এখন চিন্তা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এ বিষয়ে শিঘ্রই হবে চুড়ান্ত সিদ্ধান্ত।

অ্যাস্ট্রোজেনেকা, মর্ডানা, ফাইজার, সিনোফার্মার সাথে এবার জনসন এ্যান্ড জনসনের টিকাও পাবে বাংলাদেশ।

মঙ্গলবার এ বিষয়ে চাহিদাপত্র চাওয়া হয়েছে কোভ্যাক্স থেকে। এককভাবে কোন টিকার চাহিদা না দিয়ে সব ধরনের টিকাই পেতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।

৭ সেপ্টেম্বর থেকে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ। প্রথম ডোজ যে ওয়ার্ড থেকে নিয়েছে দ্বিতীয় ডোজ সেখানেই মিলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

news24bd.tv/আলী