দেশে আসল ফাইজারের আরও ১০ লাখ টিকা

দেশে আসল ফাইজারের আরও ১০ লাখ টিকা

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের তৈরি আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। দেশে আসা ফাইজার-বায়োএনটেকের টিকার এটি দ্বিতীয় চালান।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টিকার এ চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত এইচ আর মিলারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন


এবার আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বললেন পুতিন

‘মেয়েটি প্রচণ্ড হৃদয়বান, ওর ভবিষ্যৎ অনেক ভালো’

আফগানিস্তানে দুই দিনের মধ্যে সরকার গঠনের ঘোষণা তালেবানের

আর কোন দেশের হয়ে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: বাইডেন


স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা গণমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ফাইজারের ১১ লাখ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। এ মাসে আরও টিকা আসবে।

এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে।

এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট ১১ লাখ ৬২০ ডোজ কোভিড টিকা এলো।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক