গাজীপুর মেট্রোপলিটন বাসন থানাধীন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বিকালে খবর পেয়ে বারবৈকা মধ্যপাড়া এলাকা থেকে মুখে রক্তমাখা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে বাসন থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বিকেলে এলাকাবাসী মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। অপরাধীদের খুঁজে পেতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি মালেক খসরু।
আরও পড়ুন
বিয়ে করেছেন অপূর্ব'র সাবেক স্ত্রী অদিতিও
মুক্তিযুদ্ধের সময়ে ‘দাদা ভাই’য়ের লেখা হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন আর নেই
দেশে পৌঁছেছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ
NEWS24.TV / কামরুল