কাবুল বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট

কাবুল বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর তালেবানরা নিয়ন্ত্রণে নেয়ার পর নতুন করে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রথম এই বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আফগানিস্তানের স্থানীয় সময় সোমবার রাতে দেশটি থেকে মার্কিন নেতৃত্বের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।

সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পরপরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বিমানবন্দর পরিচালনায় টেকনিক্যাল বিষয়ে দক্ষ একটি দল কাবুলে এসেছে। দলটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা আফগানিস্তানের রাষ্ট্রীয় আরিয়ানা আফগান এয়ারলাইনস ও কাবুলের বিমানবন্দর পরিচালনায় টেকনিক্যাল বিষয়ে সহায়তা করবেন।


আরও পড়ুন:

যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অনেক এগিয়েছে বাংলাদেশ

দেশে আসল ফাইজারের আরও ১০ লাখ টিকা

এবার আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বললেন পুতিন


তিনি বলেন, আফগানিস্তানের নতুন তালেবান প্রশাসনের অনুরোধে দলটি কাবুলে এসেছে।

তিনি আরো বলেন, বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা প্রদানের বিষয়ে তালেবানের সাথে এখনো আলোচনা চলছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

news24bd.tv/এমি-জান্নাত