অনেকটা চুপিসারেই বিয়ে সারলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। বিয়ে হয়েছে আগস্ট মাসে। এখনো এ বিষয়ে তেমন কিছু বলছেন না তিনি। বিয়ের তারিখ জানাতেও আপত্তি করলেন।
এ বিষয়ে জানতে চাইলে ন্যানসি জানান, আগস্ট মাসে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে হয় তার। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে।
এ কণ্ঠশিল্পী বলেন, ‘ইচ্ছে ছিল জাকজমক আয়োজনের মধ্য দিয়েই বিয়ে করার। কিন্তু কোভিডের কারণে আয়োজন করা হলো না। ঢাকাতে বাসা নিয়েছি। সেখানেই থাকব।
আগস্ট মাসেই হয় ন্যানসি ও মেহেদী মহসীনের আংটি বদল। মেহেদী মহসীন একজন গীতিকার এবং দেশের নামকরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও)।
মহসীনের লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যানসি। শেষ ২০২০ সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মহসীনের লেখা ‘এমন একটা মন’ নামে ন্যানসির গাওয়া গান।
আরও পড়ুন:
নতুন সেপটিক ট্যাঙ্কে গেল দুই প্রাণ
জিয়ার ময়নাতদন্ত করেন তোফায়েল, বের করেন ২২ বুলেট: জাগপা
news24bd.tv তৌহিদ