বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবুল বাশার। এছাড়া ভাইস-চেয়ারম্যান হয়েছেন মিসেস তানজীনা আলী।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় তারা নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবুল বাশার দেশের তরুণ শিল্প উদ্যোক্তা এবং দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপর গ্রাজুয়েশন ডিগ্রি (বিএসসি) অর্জন করেন।
আরও পড়ুন:
নতুন সেপটিক ট্যাঙ্কে গেল দুই প্রাণ
জিয়ার ময়নাতদন্ত করেন তোফায়েল, বের করেন ২২ বুলেট: জাগপা
এদিকে ব্যাংকের নতুন ভাইস-চেয়ারম্যান মিসেস তানজীনা আলী যুক্তরাষ্ট্রের ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেনযুক্তরাষ্ট্র থেকে ফিরে তিনি ব্রিটিশ দূতাবাসে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এইচজি এভিয়েশনের ফিন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
news24bd.tv/আলী