ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক গৃহবধূকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে হাসান ফখরুল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ফেসবুক পেজে ভুক্তভোগীর কাছ থেকে ম্যাসেজ পাওয়ার পর অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি মো. সোহেল রানা জানান, হাসান ফখরুল নামে ওই ব্যক্তি উপজেলার পুটিজানা ইউনিয়নের দরিদ্র দিনমজুরের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।
এ নিয়ে সামাজিকভাবে স্থানীয় পর্যায়ে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। দরিদ্র দিনমজুরের ওই স্ত্রী তার সামাজিক দুর্বল অবস্থানের কথা ভেবে এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সাহস করেননি। তবে বুধবার ফেসবুক পোস্টের বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টি আকর্ষণ করেন ওই নারী।
পরে এ বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানার ওসি জাকির হোসেনকে পাঠিয়ে তদন্ত করতে বলে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। এরপর ওই রাতেই এ বিষয়ে থানায় মামলা নেওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
ওসি বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে আমরা বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাই। পরে অভিযুক্ত হাসান ফখরুলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন:
নতুন সেপটিক ট্যাঙ্কে গেল দুই প্রাণ
জিয়ার ময়নাতদন্ত করেন তোফায়েল, বের করেন ২২ বুলেট: জাগপা
news24bd.tv তৌহিদ