তালেবান নিয়ে এবার বোমা ফাটালেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবান নিয়ে এবার বোমা ফাটালেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

তালেবানের শীর্ষ নেতাদের জন্ম পাকিস্তানে। এমনকি পাকিস্তানেই তালেবান নেতারা প্রশিক্ষণ নিয়েছেন  বলে দাবী করেছেন দেশটির  স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।   

পাকিস্তানের হাম নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে মন্ত্রী জানান, আমরা তালেবান নেতাদের অভিভাবকের মতো।

দীর্ঘদিন ধরে আমরা তাদের খেয়াল  রাখছি। পাকিস্তানে তারা আশ্রয় ও শিক্ষাদীক্ষার সুযোগ পেয়েছে। আমরা তাদের জন্য সবকিছুই করেছি।

আরও পড়ুন: 


নতুন সেপটিক ট্যাঙ্কে গেল দুই প্রাণ

জিয়ার ময়নাতদন্ত করেন তোফায়েল, বের করেন ২২ বুলেট: জাগপা


 

তিনি বলেন, তালেবানের সব প্রথমসারির নেতার জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে।

তারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন। এখনো অনেক তালেবান সদস্য পাকিস্তানে পড়াশোনা করছে বলে ওই সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি।

পাকিস্তান তালেবানকে সাহায্য করছে বলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক মহল সমালোচনা করে আসছে। এ ব্যাপারে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান নেতা মোল্লা বারাদার পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। যুক্তরাষ্ট্রই তাকে মুক্তি দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিল।  

news24bd.tv/আলী