জাতীয় পরিচয়পত্র ছাড়াই মোবাইলের সিম কেনা যাবে

জাতীয় পরিচয়পত্র ছাড়াই মোবাইলের সিম কেনা যাবে

অনলাইন ডেস্ক

এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই যেকোনো গ্রাহক দুটি সিম কার্ড কিনতে পারবেন। সেজন্য মোবাইল ফোন ব্যবহারকারীর পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (০২ সেপ্টম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

এই সিম কার্ডগুলো ক্রয় পরবর্তী ছয় মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধন করতে হবে।

কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া এনআইডির কপি দিয়ে অপারেটরের কাছ থেকে নিবন্ধন করা না হলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা


 

সিম কার্ড ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের বিষয়ে সম্প্রতি এক বৈঠকে বিটিআরসি এই সিদ্ধান্ত জানায়।

news24bd.tv/আলী