তুরস্ক ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

তুরস্ক ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক

তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আজারবাইজান। আজারবাইজানের বাকুতে এই মহড়া চলছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাকুতে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এতে দুই দেশের সামরিক বাহিনী ও সমরাস্ত্র ব্যবহার করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত মহড়া চলবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন


জুমআর দিনের একটি আমলেই ১০ দিনের গোনাহ মাফ

সূরা বাকারা: আয়াত ৪৮-৫২, পরকাল সম্পর্কে চার ধরনের ভুল ধারণা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

জাতীয় পরিচয়পত্র ছাড়াই মোবাইলের সিম কেনা যাবে


তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বে আজারবাইজান হচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানিকারক দ্বিতীয় বৃহত্তম দেশ।

এর আগেও এই দুই দেশ বহু বার যৌথ সামরিক মহড়া চালিয়েছে।

কারাবাখ ইস্যুতে আজারবাইজানকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে তুরস্ক। সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম