আমেরিকা নেয়া হবে শুনলে ভারতীয়রাও বিমানবন্দরে ভিড় করবে: সোহেল

আমেরিকা নেয়া হবে শুনলে ভারতীয়রাও বিমানবন্দরে ভিড় করবে: সোহেল

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন যদি আমেরিকা নিয়ে গিয়ে বসতি স্থাপনের প্রস্তাব দেয়, তবে লাখ লাখ ভারতীয়রাও দিল্লি বিমানবন্দরে ভিড় করবেন বলে মন্তব্য করেছেন কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহেল শাহীন।

আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে ভারতীয় টিভি৯-এ দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তালেবান জনগণকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এসবের পরও কেন আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালাতে ভিড় করছেন? এ বিষয়ে সোহেল শাহীন বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতে ঘোষণা দেয় যে, কেউ আমেরিকায় স্থানান্তরিত হতে চাইলে তিন ঘণ্টার মধ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছাবে, তখন দেখবেন লাখ লাখ লোক সেখানে উপস্থিত হবেন।

তার মানে এ সমস্ত মানুষ ভারতের সরকারকে ভয় পায়?

আরও পড়ুন


তুরস্ক ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

জুমআর দিনের একটি আমলেই ১০ দিনের গোনাহ মাফ

সূরা বাকারা: আয়াত ৪৮-৫২, পরকাল সম্পর্কে চার ধরনের ভুল ধারণা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী


কাবুল বিমানবন্দরের যখন বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল, তখন ‘আত্মঘাতী’ বোমা হামলা। এ সময় অনেক হতাহত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিমানবন্দরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল এটি সত্য নয়। বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য মার্কিন প্রশাসনই দায়ি।

তিনি আরও বলেন, বিমানবন্দরে জড়ো হওয়া অধিকাংশ মানুষই কখনোই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সঙ্গে কাজ করেনি। তারা পশ্চিমা দেশগুলোতে বসতি স্থাপনের সুযোগ হিসেবে দেখেছিল।

news24bd.tv এসএম