কাভানির উৎসর্গে ৭ নম্বর জার্সিই পেল রোনালদো

কাভানির উৎসর্গে ৭ নম্বর জার্সিই পেল রোনালদো

অনলাইন ডেস্ক

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সি পরেই রাঙিয়েছেন সিআর৭। তবে এবার কি ৭ নম্বর জার্সি পরেই ফেলবেন তা নিয়ে চলছিলো জোর জল্পনা-কল্পনা।

সব জল্পনা-কল্পনার অসবাস ঘটিয়ে অবশেষে পাওয়া গেল সেই উত্তর।

আগের মতোই সাত নম্বর জার্সি পরে মাঠে নামবেন সিআর সেভেন।

ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার রাতে বিষয়টি জানায় ইউনাইটেড। ওল্ড ট্যাফোর্ডে ২০০৩-০৯ পর্যন্ত ছয় মৌসুমের প্রথম মেয়াদে সাত নম্বর জার্সি পরেই মাঠ মাতিয়েছিলেন রোনালদো। তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছিলেন আটটি মেজর শিরোপা।

আরও পড়ুন


আমেরিকা নেয়া হবে শুনলে ভারতীয়রাও বিমানবন্দরে ভিড় করবে: সোহেল

তুরস্ক ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

জুমআর দিনের একটি আমলেই ১০ দিনের গোনাহ মাফ

সূরা বাকারা: আয়াত ৪৮-৫২, পরকাল সম্পর্কে চার ধরনের ভুল ধারণা


এবারের গ্রীষ্মকালীন দলবদল শেষ দিনে ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি করেন রোনালদো। অবশ্য তার ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল আগেই। কিন্তু তার জার্সি নম্বর নিশ্চিত ছিল না।

তবে বর্তমানে ইউনাইটেডে ৭ নম্বর জার্সি পরে খেলছিলেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। যিনি রোনালদোকে ৭ নম্বর ছেড়ে দিয়ে এখন থেকে ২১ নম্বর পরে খেলবেন। এজন্য রোনালদোর কাছ থেকে ধন্যবাদও পেয়েছেন কাভানি।

news24bd.tv এসএম