চিলিকে হারিয়ে টানা সপ্তম জয় ব্রাজিলের

চিলিকে হারিয়ে টানা সপ্তম জয় ব্রাজিলের

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে এর আগে টানা ছয় ম্যাচ জিতে শেষ করেছিলো ব্রাজিল। এবার শুরুতেই চিলির বিপক্ষে তাদের মাঠ থেকেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তিতের শিষ্যরা।  

ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা এভারটন রিভেইরার একমাত্র গোলে ম্যাচ জিতেছে ব্রাজিল। চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের সপ্তম জয়।

প্রথমার্ধে আক্রমণভাগের কাছ থেকে আশানুরূপ কিছু না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় এভারটন রিভেইরোকে নামান তিতে। এর সুফল পেতে সময় লাগে ২০ মিনিটেরও কম। নেইমারের শট ঠেকিয়ে দিয়েছিলেন চিলির গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে সহজেই গোল করেন রিভেইরো।

আরও পড়ুন:

পরীমণির সঙ্গে নিজেকে মিলিয়ে যা বললেন তসলিমা নাসরিন

ভেনেজুয়েলাকে উড়িয়ে দারুণ সূচনা মেসির আর্জেন্টিনার

ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও বন্যায় যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ৪৬

কাভানির উৎসর্গে ৭ নম্বর জার্সিই পেল রোনালদো


কষ্টার্জিত এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।

news24bd.tv/ নকিব