করোনা আক্রান্তদের ৯০ শতাংশই গ্রাম থেকে আসা: স্বাস্থ্য ডিজি

করোনা আক্রান্তদের ৯০ শতাংশই গ্রাম থেকে আসা: স্বাস্থ্য ডিজি

অনলাইন ডেস্ক

ঢাকার বাইরের কয়েকটি জেলার বড় হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশের বেশি গ্রাম থেকে আসা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ শুক্রবার সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 'দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার। গ্রামের বেশির ভাগ মানুষ টিকা নেননি।

তাই গ্রামে মৃত্যুর সংখ্যাও বেশি। এ ছাড়া আক্রান্ত হওয়ার পর অনেকে দেরিতে হাসপাতালে এসেছেন। এটাও বেশি মৃত্যুর আরেকটি কারণ। '

তিনি বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভালো না।

তাই তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন। করোনা মোকাবিলায় উপজেলা পর্যায়ের হাসপাতালেও এখন সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:

পরীমণির সঙ্গে নিজেকে মিলিয়ে যা বললেন তসলিমা নাসরিন

মার্কিন দখলদারিত্বের কারণে আফগানিস্তানে সন্ত্রাস বেড়েছে: রাশিয়া

ওবায়দুল কাদের কথায় কথায় কসম খায় আর মিথ্যা কথা বলে: কাদের মির্জা

মদ খাইয়ে অজ্ঞান করে পরীর পর্নো ভিডিও বানানো হয়


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন। আরও উপস্থিত ছিলেন সরকারের কোভিডবিষয়ক কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষাবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বরদন জং রানা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল প্রমুখ।

news24bd.tv/ নকিব