নিউজিল্যান্ডে 'ছুরি হাতে' সেই হামলাকারী পুলিশের গুলিতে নিহত

নিউজিল্যান্ডে 'ছুরি হাতে' সেই হামলাকারী পুলিশের গুলিতে নিহত

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের পশ্চিম অকল্যান্ডে একটি সুপারমার্কেটে ঢুকে ছুরি দিয়ে হামলা চালিয়ে ৬ জনকে আহত করে এক ব্যক্তি। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।  

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এক ব্যক্তি মার্কেটে প্রবেশ করে ছুরিকাঘাত করে বেশ কয়েকজনকে।

এসময় ছয়জন আহত হন। লোকজন ছোটাছুটি করতে থাকে ভয়ে। পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে ওই ব্যক্তির হাতে কোন বন্দুক ছিলো কিনা তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
 

পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, নিউ লেন সুপারমার্কেটে এক ব্যক্তি প্রবেশ করার পর লোকজনকে ছুরিকাঘাত করে। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন:

পরীমণির সঙ্গে নিজেকে মিলিয়ে যা বললেন তসলিমা নাসরিন

মার্কিন দখলদারিত্বের কারণে আফগানিস্তানে সন্ত্রাস বেড়েছে: রাশিয়া

ওবায়দুল কাদের কথায় কথায় কসম খায় আর মিথ্যা কথা বলে: কাদের মির্জা

মদ খাইয়ে অজ্ঞান করে পরীর পর্নো ভিডিও বানানো হয়


নিউজিল্যান্ডে কোনও ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা খুবই বিরল। নিউজিল্যান্ডের সরকারি হিসাব অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে এ ধরনের গুলির ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩.৫ শতাংশ।

news24bd.tv/ নকিব