বিএনপিকে চাপে রাখতেই জিয়াউর রহমানের কবর আর খালেদা জিয়ার মামলাগুলো নিয়ে তৎপর সরকার

Other

বিএনপিকে চাপে রাখতেই জিয়াউর রহমানের কবর সরানো ইস্যু আর খালেদা জিয়ার মামলাগুলো নিয়ে, সরকারের নতুন তৎপরতা শুরু হয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেছেন, আন্দোলনের ভয়েই সরকার খালেদা জিয়াকে আটকে রাখার নতুন নতুন কৌশল বের করছে।

নিউজ টোয়েন্টিফোরকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

গত কয়েকদিন ধরেই দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি বক্তব্য ছুঁড়ে দিচ্ছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং তাঁর কবর ইস্যুতে। আওয়ামীলীগ এর দাবি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই।
আওয়ামীলীগ এর এমন দাবিকে মিথ্যাচার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে বিএনপি।

দলটির মহাসচিবের দাবি, বিএনপির ওপর রাজনৈতিক চাপ বাড়াতে ক্ষমতাসীনদের এটি একটি কৌশল।

এদিকে শর্ত সাপেক্ষে সা্ময়িক মুক্তিতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলো এতদিন সিথিল থাকলেও সেগুলো নতুন করে সক্রিয় করা হচ্ছে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১টি মামলায় আগামী ২০ অক্টোবর তাঁকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।  

বিএনপি মহাসচিব বলছেন, গণআন্দোলন ঠেকাতেই এই তৎপরতা। সবমিলিয়ে আগামী জাতীয় নির্বাচনের আগ দিয়ে নানা রাজনৈতিক বিতর্কে আটকে রেখে বিএনপিকে বিভ্রান্ত ও নাজেহাল করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন বিএনপির নেতারা।

NEWS24.TV / কামরুল