বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে যা জানালেন ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে যা জানালেন ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের হার ও করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ১৫ সেপ্টেম্বরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার তারিখ ঘোষণা করা হবে।  

শুক্রবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১লা অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার যে তথ্য বিভিন্ন মাধ্যমে এসেছে, সেটা ভুল তথ্য ছড়ানো হয়েছে। আমরা কোনো তারিখ নির্দিষ্ট করিনি বরং বিশ্ববিদ্যালয় খোলার জন্য একটা রোডম্যাপের কথা বলেছি।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

শুধু আলোচনার জন্য আলোচনায় বসবে না ইরান

পরকীয়া, তৃতীয় বিয়ে ও সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব


 

তাই ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছেলেমেয়েদের টিকা কার্যক্রমের অগ্রগতি দেখব, দেশের পরিস্থিতি দেখব এরপর বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করতে পারব।

news24bd.tv/আলী