সারাদেশে ক্যান্সার-গ্যাস্ট্রিকের নকল ওষুধ বিক্রি

Other

নকল ওষুধ তৈরির মেশিনসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই চক্র ডেমরায় এক কারখানায় গ্যাসট্রিক থেকে শুরু করে ক্যান্সারের বিভিন্ন নকল ঔষধ তৈরি করে আসছিল। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ওষুধ পাঠানো হতো। এসব নকল ওষুধ সেবনে কিডনি, লিভারসহ মস্তিষ্কও ক্ষতিগ্রস্থ হতে পারে বলে জানাচ্ছে চিকিৎসকরা।

 

গ্যাসট্রিক থেকে শুরু করে ক্যান্সার- জীবনরক্ষার সব ওষুধের সমাহার। প্যাকেট দেখে বোঝার উপায় নেই সবই নকল।

একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন খবরে রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও মতিঝিল এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডেমরায় তাদের কারখানায় অভিযান চালিয়ে ওষুধ তৈরির যন্ত্রপাতিও জব্দ করা হয়।

ডিবি পুলিশ বলছে, এসব ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।

চিকিৎসকরা বলছেন, নকল ওষুধের ব্যবহারে ক্ষতি মারাত্মক।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

শুধু আলোচনার জন্য আলোচনায় বসবে না ইরান

পরকীয়া, তৃতীয় বিয়ে ও সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব


 

সাধারণ মানুষের পক্ষে এসব নকল ওষুধ চেনা কঠিন বলছে ওষুধ কোম্পানিগুলো।

জেনেশুনে যেসব দোকান এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনার কথা জানায় গোয়েন্দা পুলিশ।

news24bd.tv/আলী