সামাজিক মাধ্যমের লাগাম টানতে না পারলে হুমকির মুখে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম

Other

সামাজিক যোগাযোগ মাধ্যম। যাকে এখন বলা হচ্ছে ডিজিটাল কোকেন। প্রতিদিন বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আসক্তি যার প্রভাব পড়ছে শারিরীক ও মানসিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন, এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে দেশের জনস্বাস্থ্যের উপরে।

আর প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তিকে লাগাম না দিলে ভবিষ্যৎ প্রজন্ম পড়বে হুমকির মুখে।  

গুগল ইউটিউবের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ফেসবুক। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা বলছে ৭৫ শতাংশ নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। আর তার চেয়ে ভয়াবহ তথ্য দিচ্ছে ইন্টারনেট ট্রেন্ড ২০১৯ এর রিপার্টে।

যেখানে বলা হচ্ছে একজন মানুষ দৈনিক গড়ে ৫ ঘন্টা সময় ব্যয় করেন স্মার্ট ফোনে। পুরা জীবনে যা অন্তত ১০ বছরের সমান।

জার্মান বন ইউনিভার্সিটির গবেষণা বলছে, একজন মানুষ দৈনিক ১৩০ বার তার ফোনের নোটিফিকেশন দেখেন। ৯৫ শতাংশই একবার নোটিফিকেশন দেখতে শুরু করলে, ১৫-২০ মিনিট সময় কাটান সোশ্যাল মিডিয়াতেই। আর ৭৫ শতাংশ মানুষ কাজের মাঝেই জড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

শুধু আলোচনার জন্য আলোচনায় বসবে না ইরান

পরকীয়া, তৃতীয় বিয়ে ও সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব


 

প্রযুক্তি ততক্ষন পর্যন্তই মহান ছিল, যতক্ষণ স্মার্টফোন বাজারে না আসে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আধুনিক কোকেন বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

news24bd.tv/আলী