নভেম্বর-ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পক্ষে নন অনেকেই

Other

নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া ঠিক হবে না বলে মনে করছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তবে একথার সাথে একমত নন শিক্ষাবিদ অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। দুইজনেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াকে সাধুবাদ জানিয়েছেন। আর শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দেন তারা।

করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এই বন্ধে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের প্রতিবেদন দিয়েছে এ তথ্য।  

শিক্ষাক্ষেত্রের ক্ষতি পুশিয়ে উঠতে ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর পূর্ব নির্ধারতি নভেম্বর ও ডিসেম্বরে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।  

আরও পড়ুন:

আবারও ভয়াবহ দাবানলে পুড়ছে আমাজন

সানি লিওনের সঙ্গে দুষ্টুমি করলো কে?

অন্তর্বাসের মধ্যে লুকানো ছিল অর্ধকোটি টাকার গলানো সোনা!

এবার পাশ্চাত্যের মানবিকতা নিয়ে কঠোর সমালোচনা পুতিনের


শিক্ষা মন্ত্রণালয় জানায়, টিকা দেয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৫ অক্টোবরের পর থেকে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে তার আগেওে খোলা হতে পারে।   

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সেখানে আরও সিদ্ধান্ত আসবে।  

news24bd.tv নাজিম