তোফায়েল আহমেদকে কেবিনে স্থানান্তর

তোফায়েল আহমেদকে কেবিনে স্থানান্তর

অনলাইন ডেস্ক

প্রবীণ রাজনীতিবীদ, ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির অদূরে মেডেনটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাকে আজ কেবিনে স্থানান্তর করা হয়েছে।  

ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসকরা আশা প্রকাশ করছেন প্রবীণ এই রাজনীতিবিদ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন:


সপ্তাহে কতদিন ক্লাসের পরিকল্পনা সরকারের, জানালেন শিক্ষা উপমন্ত্রী

পাসপোর্ট অফিসে দালালদের নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা

১০ হাজার 'ভুয়া' মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নভেম্বর-ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পক্ষে নন অনেকেই


তোফায়েল আহমদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শাবান মাহমুদ।

পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

news24bd.tv নাজিম