ডেঙ্গুতে একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৬৫

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৬৫

অনলাইন ডেস্ক

গেলো ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৬৫ রোগী।

এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

এ নিয়ে চলতি এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম চার দিনে ৮৮০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের।

গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১২৭৩ জন ও ঢাকার বাইরে ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।