প্রাথমিকভাবে স্কুল– কলেজ খুললেও ক্লাস হবে সপ্তাহে একদিন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হবে ক্লাস। এমন পরিকল্পনা নিয়েই ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অন্যদিকে-শিক্ষামন্ত্রী জানিয়েছেন-শিক্ষার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারে।
দীর্ঘ প্রায় ১৮ মাস পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। সিদ্ধান্ত অনুযায়ী-আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে প্রাইমারী, হাইস্কুল ও কলেজ। এসব শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের মধ্যে। দেশে এই বয়সী কারো এখনও টিকা নেয়ার সুযোগ নেই।
এমন অবস্থায়-প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস পরিচালনার পরিকল্পনা সরকারের। শিক্ষায় দীর্ঘদিনের ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চাদপুর এবং চট্টগ্রামে আলাদা দুই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন শিক্ষা মন্ত্রনালয়ের দুই কর্তা।
দেশে করোনা সংক্রমনের হার এখনও ৯-১০ শতাংশের ঘরে। তাই - শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় ভাবাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বলছেন- শতাভাগ স্বাস্থ্য সুরক্ষা বলয় নিশ্চিত করেই যাতে খোলা হয় শিক্ষা প্রতিষ্ঠান।
আরও পড়ুন
মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের
শুধু আলোচনার জন্য আলোচনায় বসবে না ইরান
পরকীয়া, তৃতীয় বিয়ে ও সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব
এরইমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। একইভাগে-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যাতে শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও সন্তানদের নিয়ে আরও স্বস্তিতে থাকতে পারেন অভিভাবকরা।
news24bd.tv/এএ