বাংলাদেশসহ ১০টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

বাংলাদেশসহ ১০টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

অনলাইন ডেস্ক

আগামীকাল (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশসহ ১০টি দেশের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন। শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ম্যানিলা টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক দেশটিতে ভ্রমণ করতে কোন বাধা থাকবে না বলে জানানো হয়েছে এতে। ফলে আগের মত স্বাভাবিকভাবেই সকলে ভ্রমণ করতে পারবে।

 

আরও পড়ুন:


সপ্তাহে কতদিন ক্লাসের পরিকল্পনা সরকারের, জানালেন শিক্ষা উপমন্ত্রী

পাসপোর্ট অফিসে দালালদের নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা

১০ হাজার 'ভুয়া' মুক্তিযোদ্ধার সনদ বাতিল


সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।

news24bd.tv রিমু